ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

সাভারে বিএনপি জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৬, নভেম্বর ৯, ২০১৫
সাভারে বিএনপি জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মী আটক ছবি: প্রতীকী

ঢাকা: নাশকতার আশঙ্কায় সাভারে বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) মধ্যরাত থেকে ভোর পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বাংলানিউজকে এ তথ্য জানান।

তারা জানান, আটকদের মধ্যে সাভার থেকে দশটি ককটেলসহ আট, আশুলিয়ায় ১০ ও ধামরাইয়ে নয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটকেরা জামায়াত-শিবির ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আশুলিয়ায় আটক ১০ জনের মধ্যে একজনের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি মহসিনুল কাদির।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৫
আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।