ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

নাশকতার মামলায় বিসিসি কাউন্সিলর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৫, নভেম্বর ৮, ২০১৫
নাশকতার মামলায় বিসিসি কাউন্সিলর গ্রেফতার ছবি: প্রতীকী

বরিশাল: নাশকতার অভিযোগে মামলায় বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১৪নং ওয়ার্ড কাউন্সিলর ও জামায়াত নেতা অ্যাড. সালাউদ্দিন মাসুমকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (০৮ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নগরীর জেলা স্কুলের মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।



গ্রেফতারকৃত কাউন্সিলর অ্যাড. সালাউদ্দিন মাসুম মহানগর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক।

তার বিরুদ্ধে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুসের ল চেম্বারে আগুন দেওয়াসহ কয়েকটি নাশকতার ঘটনায় মামলা রয়েছে বলে বাংলানিউজকে জানান, কোতোয়ালি মডেল থানার সিনিয়র সহকারী কমিশনার (এসি) মো. আনসার উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।