ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

গাজীপুরের বরখাস্তকৃত মেয়র মান্নানের জামিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৭, নভেম্বর ৮, ২০১৫
গাজীপুরের বরখাস্তকৃত মেয়র মান্নানের জামিন অধ্যাপক এম এ মান্নান

ঢাকা: নাশকতার দুই মামলায় গাজীপুরের বরখাস্তকৃত মেয়র অধ্যাপক এম এ মান্নানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।



রোববার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন আইনজীবী মাসুদ রানা।

মাসুদ রানা বাংলানিউজকে জানান, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর টঙ্গী ও কালিয়াকৈর থানায় পুলিশের দায়ের করা নাশকতার দুই মামলায় রোববার আদালত মেয়র মান্নানকে জামিন দেন।
তিনি জানান, পুলিশ এ পযন্ত তাকে মোট ১৭টি মামলায় আটক দেখিয়েছে। এর মধ্যে আগে তিনি ১৫টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। রোববার বাকি দুই মামলায় জামিন পাওয়ায় তার মুক্তিতে আইনী কোনো বাধা নেই।

সরকার বিরোধী আন্দোলনের সময় চলতি বছরের ১১ ফেব্রুয়ারি এম এ মান্নানকে তার রাজধানীর বাসা থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তিনি বারডেমে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়:১১৫৭ ঘণ্টা, নভেম্বর ০৮,২০১৫
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।