ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

রাজনীতি

জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৪, নভেম্বর ৭, ২০১৫
জিয়ার মাজারে বিএনপির শ্রদ্ধা

ঢাকা: ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ পালন করছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো। এ উপলক্ষে প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাচ্ছেন দলটির নেতা-কর্মীরা।



শনিবার (০৭ নভেম্বর) সকাল ১০টা থেকে শ্রদ্ধা জানাতে রাজধানীর সংসদ ভবন সংলগ্ন চন্দ্রিমা উদ্যানে জড়ো হতে শুরু করেন নেতা-কর্মীরা।

প্রথমে বিএনপির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, শিরিন সুলতানা প্রমুখ।

বিএনপির অঙ্গ সংগঠনের মধ্যে যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল শ্রদ্ধা জানান।

এছাড়া আরও শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী পেশাজীবী দল, ছাত্রদল, তাঁতী দল, জাসাসসহ বিভিন্ন সহযোগী সংগঠন।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।