ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

দীপন ছিলেন জিয়ার আদর্শের, দাবি রিপনের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, নভেম্বর ৫, ২০১৫
দীপন ছিলেন জিয়ার আদর্শের, দাবি রিপনের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করতেন বলে দাবি করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ জোহর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দীপনের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।



ড. রিপন বলেন, দীপন সরাসরি বিএনপি করতেন না। তবে তিনি জিয়ার আদর্শকে বুকে ধারণ করে জিয়া স্মৃতি পাঠাগারের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।

রাজনৈতিক জবাবদিহিতা না থাকায় দেশে হত্যাকাণ্ডের প্রবণতা বেড়ে যাচ্ছে উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, দেশে ‘গণতন্ত্র ফিরে এলে’ এ ধরনের উগ্রপ্রভাব বন্ধ হবে।

তবে এই অস্থির পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ-বিএনপিসহ সব রাজনৈতিক দলকে কাজ করতে হবে বলে উল্লেখ করেন তিনি। ড. রিপন বলেন, সবাই উগ্রগোষ্ঠীর বিরুদ্ধে একসঙ্গে কাজ করলে উগ্রপ্রভাব বন্ধ হবে।

দোয়া মাহফিলে বিএনপির সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৫
এফবি/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।