ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

বঙ্গবন্ধুর মাজারে গণশিক্ষামন্ত্রীর শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৩, নভেম্বর ৪, ২০১৫
বঙ্গবন্ধুর মাজারে গণশিক্ষামন্ত্রীর শ্রদ্ধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।



এসময় ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমানের নেতৃত্বে উপস্থিত গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, ঢাকার জেলা প্রশাসক মো. তোফাজ্জেল হোসেন, নারায়নগঞ্জের জেলা প্রশাসক আনিসুর রহমান, মুন্সিগঞ্জের জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বাদলসহ ১৭ জেলার প্রশাসক শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে মোস্তাফিজুর রহমান বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নিয়ে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।