ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

গয়েশ্বর কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫০, নভেম্বর ৪, ২০১৫
গয়েশ্বর কারাগারে গয়েশ্বর চন্দ্র রায়

ঢাকা: রামপুরা থানায় দায়ের করা হত্যা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৩ নভেম্বর) দুপুর দেড়টায় ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান গয়েশ্বর চন্দ্র রায়।

শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন আদালত।

এর আগে মঙ্গলবার (০৩ নভেম্বর) গয়েশ্বর চন্দ্র রায় ছাড়াও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাসহ ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা। মামলায় দেওয়া চার্জশিট আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন আদালত।

২০১৩ সালের ২৯ মার্চ বিএনপি-জামায়াত জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনের সময় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে মুনসুর প্রধানীয়া নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় এ মামলা দায়ের করা হয়।

গত ২০ মার্চ গয়েশ্বর ও খোকাসহ ৪৯ জনকে আসামি করে মামলার চার্জশিট দেওয়া হয়।

চার্জশিটে সাদেক হোসেন খোকাসহ ২১ জনকে পলাতক দেখিয়ে গ্রেফতারি পরোয়ানা ‍জারির আবেদন করা হয়। পলাতক দেখানো ২১ আসামি ও জামিনে থাকা ১৪ আসামি আদালতে অনুপস্থিত থাকায় মোট ৩৫ জনের বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৫
এমআই/এএসআর

** গয়েশ্বরের আত্মসমর্পণ, জামিনের আবেদন
** গয়েশ্বর, খোকাসহ ৩৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
** মির্জা ফখরুল কারাগারে
** ‘মির্জা ফখরুলের কিছু হলে সরকার দায়ী থাকবে’
** মির্জা ফখরুলের জামিন শুনানি চলছে
** আত্মসমর্পণ করলেন মির্জা ফখরুল
** আত্মসমর্পণ করছেন মির্জা ফখরুল
** আত্মসমর্পণ করতেই হবে মির্জা ফখরুলকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।