ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৪, নভেম্বর ৪, ২০১৫
কালীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আটক ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন আফাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ১০টায় উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।



আটক আফাজ উদ্দিন কালীগঞ্জ পৌর এলাকার নজম উদ্দিনের ছেলে।
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার ঘটনায় সন্দেহভাজন হিসেবে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৫
আরএইচএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।