ঢাকা, বুধবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

ছাত্রদল সভাপতি রাজীবকে রিমান্ডে নেওয়ায় নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৯, নভেম্বর ৩, ২০১৫
ছাত্রদল সভাপতি রাজীবকে রিমান্ডে নেওয়ায় নিন্দা

ঢাকা: রাজধানীর রামপুরা থানায় গাড়ি পোড়ানোর একটি মামলায় ছাত্রদল সভাপতি রাজীব আহসানকে রিমান্ডে নেওয়ায় নিন্দা জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (০৩ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে রাজীব আহসানকে ফের রিমান্ডে নেওয়ায় নিন্দা জানান।


 
নেতারা বলেন, গ্রেফতারের পর এমন কোনো সপ্তাহ বা মাস যায়নি যে বার রাজীব আহসানকে রিমান্ড দেওয়া হয়নি। মনে হচ্ছে সরকার যেন তার সঙ্গে রিমান্ড-রিমান্ড খেলা খেলছে।

ছাত্রদলের পক্ষ থেকে অবিলম্বে রাজীব আহসানকে নিঃশর্ত মুক্তির দাবি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আইএ

** ছাত্রদল সভাপতি রাজীব ১ দিনের রিমান্ডে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।