ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে জামায়াতের ৪ নেতাকর্মী কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৪, নভেম্বর ৩, ২০১৫
রাজশাহীতে জামায়াতের ৪ নেতাকর্মী কারাগারে

রাজশাহী: রাজশাহী মহানগরীতে মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানো, নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে জামায়াতের চার নেতাকর্মীকে মঙ্গলবার (০৩ নভেম্বর) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে দুপুরে তাদের আদালতে হাজির করা হয়।



এ সময় আদালতে জামিনের আবেদন করেন তারা। কিন্তু শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০২ নভেম্বর) রাতে মতিহারের বিনোদপুর ও কুখণ্ডী এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পবার হরিয়ান ইউনিয়ন জামায়াতের সভাপতি নজরুল ইসলাম, কুখণ্ডী ইউনিয়ন জামায়াতের কোষাধক্ষ্য আবদুর রাজ্জাক, কর্মী ইউনুস আলী ও আবদুল মতিনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ি পোড়ানো, নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের তিনটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।