ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

লেখক-প্রকাশকদের ওপর হামলায় নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪৩, নভেম্বর ২, ২০১৫
লেখক-প্রকাশকদের ওপর হামলায় নিন্দা ফয়সাল আরেফিন দীপন ও আহমেদুর রশীদ টুটুল

ঢাকা: লেখক-প্রকাশকদের ওপর জোড়া হামলায় নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক মজদুর পার্টি।

সোমবার (০২ নভেম্বর) পার্টির সাধারণ সম্পাদক ডা. সামছুল আলম এক বিবৃতিতে বলেন, এখন সরকার নিজেদের ক্ষমতার দম্ভ নিয়ে ব্যস্ত।

কিন্তু একের পর এক মুক্তমনা মানুষদের হত্যা করা হচ্ছে, সরকার নিজেরা বিচার না করে নিজেদের পায়ে কুড়াল মারছে।

তিনি বলেন, এখনই সরকারকে অনুরোধ করবো মৌলবাদী চক্র যারা তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে নিজেদের মুসলিম মৌলবাদী হিসেবে পরিচয় দিয়ে বেড়াচ্ছে, একের পর এক মুক্তমনা লেখকদের হত্যা করছে এদের প্রতিরোধ করতে হবে।

দেরি না করে এখনই বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে জড়িতদের, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও দাবি করেন তিনি।

শনিবার (৩১ অক্টোবর) জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী ফয়সাল আরেফিন দীপনকে হত্যা; কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর স্বত্বাধিকারী আহমেদুর রশীদ টুটুল ও লেখক-গবেষক রণদীপম বসুকে হত্যার চেষ্টা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।