ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

পূর্বধলায় বিএনপির ৫ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩:২৪, নভেম্বর ২, ২০১৫
পূর্বধলায় বিএনপির ৫ নেতা আটক ছবি: প্রতীকী

নেত্রকোনা: নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদারসহ পাঁচ নেতাকে আটক করেছে পুলিশ। রোববার (০১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।



আটক অন্য চার জন হলেন-উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ ব্যাপারি, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক মজিবুর রহমান, বিষকাকুনী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বাবুল ও আত্কাপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিন।

জেলা পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী বাংলানিউজকে তাদের আটকের বিষয়টি জানান। আটকদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।