ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

এবার বাপ্পাদিত্য বসুকে হত্যার হুমকি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪০, নভেম্বর ১, ২০১৫
এবার বাপ্পাদিত্য বসুকে হত্যার হুমকি বাপ্পাদিত্য বসু

ঢাকা: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ছাত্র সংগঠন ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি ও গণজাগরণ মঞ্জের অন্যতম সংগঠক বাপ্পাদিত্য বসুকে এবার হত্যার হুমকি দেওয়া হয়েছে।

রোববার (০১ নভেম্বর) রাত ৯টা ১৯ মিনিটে একটি নম্বরহীন আইডি থেকে তার মোবাইল ফোনে ম্যাসেজের মাধ্যমে তাকে এই হত্যার হুমকি দেওয়া হয়।



এক বার্তায় বাপ্পাদিত্য বসু বাংলানিউজকে বলেন, আমাকে হত্যার হুমকির বিষয়টি আমি স্থানীয় পুলিশ ও গোয়েন্দা বাহিনীকে জানিয়েছি।

বাংলাদেশ সময়: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসএ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।