ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

রাজনীতি

কালিয়াকৈরে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৬, নভেম্বর ১২, ২০১৫
কালিয়াকৈরে ছাত্রলীগের দু’গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ৩

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে পরীক্ষা চলাকালে কলেজের হল রুমে এ ঘটনা ঘটে।

এতে উভয় গ্রুপের কমপক্ষে তিন জন আহত হয়েছেন।

শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জাতির পিতা বঙ্গবন্ধু কলেজে অনার্স ১ম বর্ষের নির্বাচনী (টেস্ট) পরীক্ষা চলকালে পুরাতন পরীক্ষার্থী সজল হালদারের সঙ্গে নতুন পরীক্ষার্থীদের বেঞ্চে বসা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে কলেজ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গৌতম চন্দ্র দাস ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে থামানোর চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে তিনি উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেন। এর কিছুক্ষণ পরেই কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহান নতুন শিক্ষার্থী ও বহিরাগতদের নিয়ে গৌতমকে আক্রমণ করার চেষ্টা করেন। এ সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয়ে পক্ষের কমপক্ষে তিন জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ বলেন, কলেজে সাধারণ ছাত্র-
ছাত্রীদের মাঝে সামান্য বিষয়ে নিয়ে ঝামেলা হয়েছে। এ ঘটনায় কলেজ ছাত্রলীগের কারও জড়িত থাকার প্রমাণ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কলেজের অধ্যক্ষ এসএম খালিদ হোসেন জানান, ঘটনার সময় তিনি জরুরি কাজে কলেজের বাইরে ছিলেন। তবে ঘটনাটি শুনেছেন।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম জানান, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষে তিন জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এ সময় কিছু সময়ের জন্য পরীক্ষা বন্ধ থাকলেও পরিস্থিতি শান্ত হলে ফের পরীক্ষা শুরু হয় বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।