ঢাকা, বৃহস্পতিবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

নীলফামারীতে জামায়াতের ৩ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫১, নভেম্বর ১, ২০১৫
নীলফামারীতে জামায়াতের ৩ কর্মী আটক

নীলফামারী: নীলফামারীতে নাশকতার আশঙ্কায় জামায়াতের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (০১ নভেম্বর) ভোরে নীলফামারী সদরের  কুন্দপুকুর ইউনিয়নের শালহাটি গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।


 
আটকরা হলেন, শালহাটি গ্রামের মৃত. নাদের হোসেনের ছেলে নজরুল ইসলাম (৫২), মজির উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৪২) ও রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৮)।
 
নীলফামারী সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান আসাদ বাংলানিউজকে জানান, আটকদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০৯৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।