ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, অক্টোবর ৩১, ২০১৫
বগুড়ায় আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আগামী ১২ নভেম্বর বগুড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে বর্ধিত সভা করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আমিনুল হক দুলাল অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।



জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ ‍উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।

বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শেখর বক্তব্য রাখেন।

এছাড়াও সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, জেলা পরিষদের প্রশাসক ডা. মকবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫
এমবিএইচ/পিসি
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।