ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

১১ বছর পর সম্মেলনে আগের কমিটি পুনর্বহাল

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০২, অক্টোবর ৩১, ২০১৫
১১ বছর পর সম্মেলনে আগের কমিটি পুনর্বহাল

ধুনট (বগুড়া): ১১ বছর পর সম্মেলন করেও বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের আগের কমিটি বহাল রাখা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।



এরআগে ২০০৪ সালের ১৪ অক্টোবর ধুনট উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে ভিপি শেখ মতিউর রহমান সভাপতি ও বনি আমিন মিন্টুকে সাধারণ সম্পাদক করে ধুনট উপজেলা যুবলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।

তিন বছর পর পর সম্মেলন হওয়ার বিধান থাকলেও গত ১১ বছর ধরে সম্মেলন অনুষ্ঠিত হয়নি।

অবশেষে চলত বছরের ২৯ অক্টোবর কেন্দ্রীয় ও বগুড়া জেলা নেতাদের উপস্থিতিতে ধুনট উপজেলা যুবলীগের সম্মেলন হলেও আগের কমিটিই পুনর্বহাল করা হয়।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৫ 
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।