ঢাকা, বৃহস্পতিবার, ৯ শ্রাবণ ১৪৩২, ২৪ জুলাই ২০২৫, ২৮ মহররম ১৪৪৭

রাজনীতি

উন্নয়ন অগ্রযাত্রার ললাটে কালো ছাপ দেওয়ার চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৩, অক্টোবর ৩০, ২০১৫
উন্নয়ন অগ্রযাত্রার ললাটে কালো ছাপ দেওয়ার চেষ্টা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: বিদেশিদের হত্যা ও ধর্মীয় অনুষ্ঠানে বোমা হামলা করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার ললাটে কালো ছাপ দেওয়ার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার মাদারগঞ্জ এম বি উচ্চ বিদ্যালয়ের ৭০ বছর পূর্তি উৎসব অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।



তিনি বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা কমিশন গঠন করা হয়েছে, সেই কমিশনের মাধ্যমেই শিক্ষা ব্যবস্থা চলছে। বর্তমান সরকারের মেয়াদে প্রতিটি উপজেলায় একটি করে কলেজ ও স্কুল জাতীয়করণ করা হবে।

যে কোনো এলাকার উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শিক্ষা, যোগাযোগ ও বিদ্যুৎ। এই তিন শর্ত পূরণ হলে সেই এলাকা পিছিয়ে থাকতে পারে না বলেও মন্তব্য করেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী।

এম বি উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসেসিয়েশনের সভাপতি আলী ইমামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, ইয়াসিন আলী ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অতিরিক্ত কর কমিশনার আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৫
‍টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।