ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

১১ বছর পর ধুনটে যুবলীগের সম্মেলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, অক্টোবর ২৯, ২০১৫
১১ বছর পর ধুনটে যুবলীগের সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ধুনট (বগুড়া): দীর্ঘ ১১ বছর পর বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে ধুনট এন ইউ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন ও বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা হাবিবর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসীম পাভেল, জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম মোহন, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নূরুন্নবী তারিক ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসিম কুমার রায়।

এ সময় আরও উপস্থিত ছিলেন-ধুনট পৌরসভার মেয়র এ জি এম বাদশাহ্, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী আসিফ ইকবাল সনি, বগুড়া জেলা যুবলীগ নেতা শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু,‍ শ্যামল তালুকদার প্রমুখ।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল-রাজির পরিচালানায় সম্মেলনে সভাপতিত্ব করেন ধুনট উপজেলা যুবলীগের সভাপতি শেখ মতিউর রহমান।

এর আগে ২০০৪ সালের ১৪ অক্টোবর উপজেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলো।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।