ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

গাংনীতে যুব মহিলা লীগের পরিচিতি সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, অক্টোবর ২৯, ২০১৫
গাংনীতে যুব মহিলা লীগের পরিচিতি সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের নবনির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের হল রুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।



উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহানা ইসলাম শান্তার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী সদস্য সেলিনা আক্তার বানু ও বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-গাংনী উপজেলা যুব মহিলা লীগের সভাপতি লাভলী খাতুন, মেহেরপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি সৈয়দা লুৎফুন্নাহার লতা, গাংনী পৌর যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সালমা খাতুন, গাংনী উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক রেজাউল হক মাস্টার, প্রচার সম্পাদক প্রভাষক মহিবুর রহমান মিন্টু, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য যুব মহিলা নেতা বদরুন্নেছা খাতুন, আসমা খাতুন, শাহিনা আক্তার ও কাজল রেখা।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।