ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

৫ জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২১, অক্টোবর ২৯, ২০১৫
৫ জেএমবি সদস্যের ১০ বছর কারাদণ্ড

ঢাকা: ২০০৫ সালের ১৭ আগস্ট গোপালগঞ্জ জজ কোর্ট চত্বরে সিরিজ বোমা হামলার মামলায় ৫ জেএমবি সদস্যকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার একটি ট্রাইব্যুনাল।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মিলন খান, জিল্লুর রহমান, জিয়াউর রহমান, গিয়াস উদ্দিন ও হাসান আলী।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন।

রায়ে ১০ বছরের কারাদণ্ডের অতিরিক্ত প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আসামি রাকিব, মামুন, আনিসুর রহমান ও আবু তালেবকে বেকসুর খালাস দিয়েছেন ট্রাইব্যুনাল।

২০০৫ সলের ১৭ আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলার অংশ হিসেবে গোপালগঞ্জ জজ কোর্ট চত্বরসহ পাঁচ স্থানে সিরিজ বোমা হামলা চালায় জেএমবি সদস্যরা। ওই ঘটনায় গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল হক একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।