ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩২, ২৫ জুলাই ২০২৫, ২৯ মহররম ১৪৪৭

রাজনীতি

না’গঞ্জ বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলায় দলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, অক্টোবর ২৯, ২০১৫
না’গঞ্জ বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলায় দলের নিন্দা

ঢাকা: নারায়ণগঞ্জ বিএনপির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। এই মামলাকে ‘মিথ্যা মামলা’ বলেও বিএনপির পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।



বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এই প্রতিবাদ জানান।

বিবৃতিতে, নারায়ণগঞ্জ শহর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল আহ্বায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, যুগ্ম সম্পাদক নুরুল হক চৌধুরী দিপু, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মজিব, মাসুদ রানা, মহানগর ছাত্রদল আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, যুগ্ম আহ্বায়ক রশিদুর রহমান রুশো, নারায়ণগঞ্জ থানা ছাত্রদল সাবেক সভাপতি রাফিউদ্দিন রিয়াদ, ১১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ১২নং ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মাহাবুব হাসান জুলহাস এবং রূপগঞ্জ থানা যুবদল সদস্য মো. আলমগীর হোসেন শাওনের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

আসাদুজ্জামান রিপন বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।