ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

আদাবরে চার শিবির কর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৪, অক্টোবর ২৮, ২০১৫
আদাবরে চার শিবির কর্মী আটক

ঢাকা: রাজধানীর আদাবর এলাকায় সরকার বিরোধী পোস্টার লাগানোর সময় চার শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন, খালিদ হাসান (১৯), আশরাফুল (২০), ইমন (১৮) ও আলিম (২০)।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সরকার বিরোধী পোস্টার লাগানোর সময় তাদের হাতেনাতে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এনএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।