ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় গ্রেফতারকৃত শিবিরকর্মীকে আদালতে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, অক্টোবর ২৮, ২০১৫
বগুড়ায় গ্রেফতারকৃত শিবিরকর্মীকে আদালতে প্রেরণ

বগুড়া: বগুড়ার আদমদীঘি উপজেলায় গ্রেফতারকৃত শিবিরকর্মী হেদায়েতুল ইসলামকে (৩০) আদালতে প্রেরণ করেছে পুলিশ।

হেদায়েতুল উপজেলার কেশোরতা গ্রামের মৃত কায়সার আলীর ছেলে।



বুধবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে আদালতে পাঠায় পুলিশ।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহুরুল হক বাংলানিউজকে জানান, নাশকতার মামলার আসামি হেদায়েতুল ইসলামকে মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

 বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।