ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩২, ২৬ জুলাই ২০২৫, ০০ সফর ১৪৪৭

রাজনীতি

যুবদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৪৮, অক্টোবর ২৮, ২০১৫
যুবদলের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে আলোচনা সভা

ফরিদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৭তম প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে ফরিদপুরে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে প্রথমে নেতাকর্মীরা মিছিল বের করেন।

মিছিলটি শহর প্রদক্ষিণ করে সন্ধ্যায় স্থানীয় ফরিদপুর পার্টি সেন্টারে জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খাঁন পলাশের সভাপতিত্বে এক আলোচনার সভায় শেষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাহবুবুল হাসান পিংকু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম কিবরিয়া স্বপন, কোতয়ালি থানা যুবদলের সভাপতি নাজমুল হাসান চৌধুরী রঞ্জন ও ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব হাসান প্রমুখ।

বক্তারা নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নির্বাচনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।