ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

খুলনা বিএনপির ২৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৭, অক্টোবর ১৮, ২০১৫
খুলনা বিএনপির ২৯ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমির এজাজ খানসহ ২৯ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।

নেতাদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- তেরখাদা বিএনপির সভাপতি চৌধুরী কাওসার আলী, রূপসা বিএনপির সভাপতি শেখ আব্দুর রশীদ, রূপসা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, তেরখাদা বিএনপির সাধারণ সম্পাদক মেজবাউল আলম, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা ফারুক হুসাইন, শ্রমিক দলের যুগ্ম-সম্পাদক মোল্লা জালাল উদ্দিন ও রূপসা থানা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন।



দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী খুলনার রূপসা ও তেরখাদা উপজেলায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের হওয়া পৃথক চারটি মামলায় রোববার (১৮ অক্টোবর) দুপুরে তাদের কারাগারে প্রেরণ করা হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি ও অঙ্গ সংগঠনের ২৯ নেতাকর্মীর পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।