ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

শারদীয় দুর্গোৎসবে ফখরুলের শুভেচ্ছা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, অক্টোবর ১৮, ২০১৫
শারদীয় দুর্গোৎসবে ফখরুলের শুভেচ্ছা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১৮ ‍অক্টোবর) দলের সহ-দফতর সম্পাদক মো. আবদুল লতিফ জনির পাঠানো এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।



বার্তায় ফখরুল বলেন, আমি সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গাপূজা ও বিজয়া দশমী উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। শারদীয় দুর্গাপূজা বাংলাভাষী জনগোষ্ঠীর সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্র্মীয় উৎসব। এ উৎসব সকলের মধ্যে নিয়ে আসে আনন্দের বার্তা। উৎসবের অন্তর্লোক হচ্ছে শান্তি ও সহাবস্থান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আবহমান কাল ধরেই বাংলাদেশসহ উপমহাদেশে এই ধর্মীয় উৎসবটি আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়ে আসছে। সকল ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় উৎসবই সাম্প্রদায়িক ভেদরেখা মোচন করে সমাজে মানুষে মানুষে মহামিলন সূচনা করে।

বাংলাদেশে সকল সম্প্রদায়ের মানুষ সবসময়ই মিলেমিশে বসবাস করছে উল্লেখ করে ফখরুল বলেন, এটি আমাদের সমাজে-রাষ্ট্রে এক বড় ঐতিহ্য হিসেবে পরিগণিত। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের জাতীয় ঐত্যিহের অংশ। আমরা সবাই বাংলাদেশি, এটিই আমাদের গর্ব, এটিই আমাদের একমাত্র পরিচয়।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।