ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

‘তারাই ষড়যন্ত্র করছেন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, অক্টোবর ১৭, ২০১৫
‘তারাই ষড়যন্ত্র করছেন’ নজরুল ইসলাম খান / ফাইল ফটো

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফরে যারা ষড়যন্ত্র খোঁজেন, তারাই ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

খালেদার রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল ইসলাম খান বলেন, খালেদা জিয়ার লন্ডন সফরে যারা ষড়যন্ত্রের খোঁজ পান, তারা নিজেরাই ষড়যন্ত্র করছেন।

তিনি সরকারকে ‘গণতন্ত্র’ ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, দেশের মানুষ গণতন্ত্র চায়, তাদের সেই গণতন্ত্র ফিরিয়ে দিন। কোনো ব্যবসায়ী শান্তিতে ব্যবসা করতে পারছেন না।

মহিলা দলের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এসএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।