ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৮, অক্টোবর ১৭, ২০১৫
সিঙ্গাপুর গেছেন মির্জা ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের চিকিৎসকের কাছে রুটিন চেকআপ করাতে সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।



মির্জা ফখরুলের সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।
 
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

এর আগে বেশ কয়েকবার সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ঘাড়ের নার্ভের চিকিৎসা করিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। এবারও একই হাসপাতালে চিকিৎসা নেবেন তিনি। সর্বশেষ, গত ২৬ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান ফখরুল।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
এজেড/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।