ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

রাজনীতি

বোয়ালমারী কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, অক্টোবর ১৬, ২০১৫
বোয়ালমারী কৃষকদলের আহ্বায়ক কমিটি গঠন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা কৃষকদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ৫২ সদস্য বিশিষ্ট এ কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন গোলাম কুদ্দুস মোল্যা।

যুগ্ম আহ্বায়করা হলেন- আক্কাস মেম্বার, মান্নান শেখ, আকরাম প্রামানিক ও জাফর মোল্যা।

শুক্রবার সকালে (১৬ অক্টোবর) বিএনপির নির্বাহী কমিটির সদস্য, শ্রমিক নেতা ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর কৃষকদলের আহ্বায়কের কাছে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির তালিকা হস্তান্তর করেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বোয়ালমারী উপজেলা কৃষকদলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটি গঠন প্রসঙ্গে শাহ মোহাম্মদ আবু জাফর বলেন, দীর্ঘদিন ধরে বোয়ালমারী উপজেলা কৃষক দলের নেতা-কর্মীরা নিষ্ক্রিয় ছিল। কৃষকদলের নেতৃত্ব দেওয়ার মতো অনেক নেতাই রয়েছেন। বর্তমানে যে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে তাতে নেতাদের গতিশীল নেতৃত্বে বোয়ালমারী কৃষক দল আন্দোলন-সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।