ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

নয়াপল্টনে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৩, অক্টোবর ১৩, ২০১৫
নয়াপল্টনে জাসাসের ঢাকা মহানগর দক্ষিণের সভা অনুষ্ঠিত

ঢাকা: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে মঙ্গলবার (১৩ অক্টোবর) নয়াপল্টনস্থ বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গির শিকদার।



সভায় বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এবং বর্তমান সরকারের গুম, হত্যা ও দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদের বিপ্লবী গানের সিডি মোড়ক উন্মোচন উপলক্ষ্যে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সহ-সভাপতি আক্তার হোসেন, সাইদুর রহমান মিলন, আবুল কালাম আজাদ, আফতাব উদ্দিন মোল্লা, রাজু আহম্মেদ বেলাল, নোয়াব মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক ইরানুল ইসলাম বিপ্লব, মজিবর রহমান দিপু, তারেক কবির, ওবায়দুল হক চঞ্চল, নাজমুল হোসেন রনি, সহ-সাধারণ সম্পাদক সালাহউদ্দীন ইমন, মিন্টু আলমসহ জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সকল থানার সভাপতি/আহ্বায়ক, সাধারণ সম্পাদক/সদস্য সচিবরা। সভার সঞ্চালনা করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক কাজী আনোয়ার হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।