ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না: রাশেদ প্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৬, জুলাই ৩১, ২০২৫
ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না: রাশেদ প্রধান দোয়া মাহফিল।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ক্রেডিট নেওয়ার সময় আমরা সবাই আছি, ক্রেডিট দেওয়ার সময় মুখ দিয়ে আওয়াজ বের হয় না। হাজারো শহীদের রক্তের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশে আমরা ঐক্য আর অনৈক্যের দোলাচল সৃষ্টি করেছি।

 

তিনি বলেন, জুলাই আহতদের আর্তনাদ আজও শেষ হয়নি, আমরা নির্বাচন আর ক্ষমতার জন্য বিচারকে ভুলতে বসেছি। খুনি হাসিনা ও তার দোসরদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না।  

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে, আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাগপার মাসব্যাপী কর্মসূচির ৩১তম দিন বৃহস্পতিবার (৩১ জুলাই)। পল্টনস্থ শফিউল আলম প্রধান মিলনায়তনে জুলাই আহত যোদ্ধাদের সুস্থতা কামনায় জাগপা আয়োজিত দোয়া মাহফিলের আগে রাশেদ প্রধান এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, জুলাই সনদ আজ স্বাক্ষর করে আগামীতে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তার আইনগত নিশ্চয়তা প্রয়োজন। আজ স্বাক্ষর করে আগামীতে ক্ষমতায় গিয়ে অস্বীকার করলে চলবে না। জুলাই সনদে ব্যক্তি নয়, দলীয় স্বাক্ষর নিশ্চিত করতে হবে। আজ যে ব্যক্তি দলের পক্ষে স্বাক্ষর করছেন তিনি আগামীতে দল পরিবর্তন করলে অথবা মৃত্যুবরণ করলে, কোনো দল জুলাই সনদকে অস্বীকার করতে পারবে না তার নিশ্চয়তা চাই।  

দোয়া মাহফিলে আরও বক্তব্য দেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, জাগপার যুগ্ম সাধারণ সম্পাদক রওশন আলম আকন্দ, যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাংগঠনিক সম্পাদক ওলিউল আনোয়ার, শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।

টিএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ