ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

নির্বাচনের তারিখ ঘোষণাতেই স্বাভাবিক হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি: মঈন খান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০১, জুলাই ৩০, ২০২৫
নির্বাচনের তারিখ ঘোষণাতেই স্বাভাবিক হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি: মঈন খান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

বুধবার (৩০ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে ‘গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মঈন খান বলেন, ৫ আগস্ট যদি সত্যিই নির্বাচনের দিন ঘোষণা করা হয়, তবে সেটা যে মাসেই হোক না কেন তা নিয়ে এত বেশি চিন্তার প্রয়োজন নেই।

তিনি মনে করেন, জাতীয় নির্বাচনের নির্ধারিত তারিখ ঘোষণা করলে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।

এ সময় পিআর পদ্ধতির সমালোচনা করে ড. মঈন খান বলেন, এই পদ্ধতির গভীরে গেলে দেখা যাবে, জনগণ একজন প্রার্থীর পরিবর্তে একটি দলকে ভোট দেয়। ফলে এটি আমাদের দেশের সামাজিক বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। অন্য দেশের সঙ্গে আমাদের দেশের সামাজিক অবস্থা এক নয়। সেক্ষেত্রে এই পদ্ধতি আমাদের দেশে কার্যকর করা যাবে কিনা, তা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজন রয়েছে।

এসবিডব্লিউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ