ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

রাজনীতি

খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় বিনিয়োগ জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি: সালাউদ্দিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৮, সেপ্টেম্বর ২১, ২০২৫
খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় বিনিয়োগ জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি: সালাউদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

ঢাকা: খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় বিনিয়োগ জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, খেলাধুলাকে দলীয়করণ ও রাজনীতিকরণের মানসিকতা থেকে বেরিয়ে এসে নতুনভাবে এর উন্নয়নে কাজ করতে হবে।

দেশের স্বাস্থ্য ও আত্মরক্ষায় কারাতে প্রতিযোগিতার মতো অন্যান্য খেলাধুলা, যেমন ফুটবল, ক্রিকেট ও হকির সার্বিক উন্নয়নে বিএনপি কাজ করবে। ভবিষ্যতে উপজেলা পর্যায়েও পর্যাপ্ত খেলার মাঠ এবং ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর যমুনা ফিউচার পার্কের অডিটোরিয়ামে আন্তর্জাতিক কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৫-এর এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগীরা নিজেদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পায়। খেলাধুলা তরুণদের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয় এবং অপরাধপ্রবণতা কমায়।

তিনি বলেন, যেখানে খেলার মাঠ ও গ্রন্থাগার বেশি থাকে, সেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম হয়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশে খেলার মাঠ কমে যাচ্ছে। ভবিষ্যতে সুযোগ পেলে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা করা হবে। এ ছাড়া, উপজেলা পর্যায়ে অন্তত একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠার করা হবে।

তিনি বলেন, উপজেলা পর্যায়ে সুযোগ-সুবিধা বাড়ানো গেলে সেখান থেকে অনেক মেধাবী খেলোয়াড় জাতীয় পর্যায়ে উঠে আসবে।

তিনি আরও বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি গ্রন্থাগার প্রতিষ্ঠার মাধ্যমে জাতি গঠন ও জাতীয় চরিত্র গঠনে মনোনিবেশ করতে হবে। এ ধরনের সামাজিক বিনিয়োগের সুফল ভবিষ্যতে বহু উপায়ে পাওয়া যায়।

সালাহউদ্দিন আহমেদ বলেন, রাজনীতিতেও মেধাবীদের সমাবেশ ঘটাতে হবে, যারা দেশ ও জাতিকে দীর্ঘমেয়াদি উন্নয়নের পথে নিয়ে যাবে।

অনুষ্ঠানে পুরস্কার বিতরণীর সময় তিনি চ্যাম্পিয়ন ও রানার-আপসহ সব অংশগ্রহণকারীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে রানার-আপদের ভবিষ্যতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য উৎসাহিত করেন।

ইএসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।