রাজধানীর খিলগাঁও এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। খিলগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন।
তিনি জানান, মতিঝিল থানার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আকাশ (২৭) ও মতিঝিল থানার ৮ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাহমিদুল হাসান (২৫)-কে খিলগাঁও হারভাঙ্গা রোডের মুক্তা বিরিয়ানির সামনে থেকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, খিলগাঁও থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের সদস্য মো. আনোয়ার হোসেন বাবুকে (৪৮) খিলগাঁও তালতলা মার্কেটের সামনে থেকে আটক করা হয়।
ওসি দাউদ হোসেন আরও জানান, গোপন তথ্যের ভিত্তিতে খিলগাঁও থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। খিলগাঁও থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাদের সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে।
এজেডএস/এসআরএস