ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

দলীয়ভাবে স্থানীয় নির্বাচন প্রশ্নে গণভোটের দাবি হান্নান শাহ’র

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৩, অক্টোবর ১৩, ২০১৫
দলীয়ভাবে স্থানীয় নির্বাচন প্রশ্নে গণভোটের দাবি হান্নান শাহ’র ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়ার আগে এ ব্যাপারে গণভোটের দাবি জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার (অব.) আ স ম হান্নান শাহ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ড.পিয়াস করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় হান্নান শাহ এ কথা বলেন।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ। বক্তব্য রাখেন প্রফেসর এমাজউদ্দিন আহমেদ,ড. মাহবুবউল্লাহ, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

হান্নান শাহ বলেন, ‘বাংলাদেশে জঙ্গি আছে বলে যে প্রচারণা করা হচ্ছে তা  সত্য না মিথ্যা তা জানি না। যদি থাকতো তবে তা মোকাবেলা করতে সেনাবাহিনী নামাতো হতো। তবে বাংলাদেশে জঙ্গি আছে তা হলো আওয়ামী জঙ্গি গোষ্ঠী। ব্লগার হত্যাকাণ্ডের ঘটনায় তারা এফবিআই আনলো। কিন্তু দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় তারা নীরব রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এমএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।