ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দ‍ুরভিসন্ধিমূলক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৩, অক্টোবর ১৩, ২০১৫
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন দ‍ুরভিসন্ধিমূলক

ঢাকা: দলীয় প্রতীক ও মনোনয়নের মাধ্যমে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্তকে দ‍ুরভিসন্ধিমূলক হিসেবে দেখছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।
 
মঙ্গলবার (১৩ অক্টোবর) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বিষয়টি জানান।


 
ডা. শফিকুর রহমান বলেন, স্থানীয় সরকারের সব স্তরে দলীয় প্রতীক ও মনোনয়নের ভিত্তিতে নির্বাচন করার জন্য যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, তা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও দ‍ূরভিসন্ধিমূলক।
 
বর্তমান সরকারের আমলে এ পর্যন্ত কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি দাবি করে  তিনি বলেন, সরকার গোটা প্রশাসনকে দলীয়করণ করেছে এবং জেলাগুলোতে দলীয় প্রশাসক নিয়োগ দিয়েছে।

বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ বলেও অভিযোগ করেন তিনি।

‘এ অবস্থায় দলীয় প্রতীকে ও মনোনয়নের ভিত্তিতে স্থানীয় সরকারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার আশা করা যায় না,’ যোগ করেন এই জামায়াত নেতা।
 
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ডা. শফিকুর বলেন, অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে আগে সব দলের অংশগ্রহণে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।
 
বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৫
এজেড/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।