ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

তাজুল ইসলাম চৌধুরী কুড়িগ্রাম জাপার নতুন সমন্বয়কারী

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৩, অক্টোবর ১২, ২০১৫
তাজুল ইসলাম চৌধুরী কুড়িগ্রাম জাপার নতুন সমন্বয়কারী আলহাজ মো. তাজুল ইসলাম চৌধুরী

ঢাকা: জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ আলহাজ মো. তাজুল ইসলাম চৌধুরী এমপিকে কুড়িগ্রাম জেলা শাখার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এক আদেশে এই দায়িত্ব অর্পণ করেন।

দলীয় গঠনতন্ত্রের ৩৯ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।