ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, অক্টোবর ১২, ২০১৫
বগুড়ায় প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্রজোট বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
 
লাগাতর প্রশ্নপত্র ফাঁস বন্ধ, ফাঁস করা প্রশ্নে অনুষ্ঠিত মেডিকেল ও ডেন্টালের ভর্তি পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়া, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশি নির্যাতনের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।


 
সোমবার (১২ অক্টোবর) দুপুরে এসব দাবি জানিয়ে প্রগতিশীল ছাত্র জোট শহরের সাতমাথা এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
পরে জোটের সমন্বয়ক কিবরিয়া হোসেনের সভাপতিত্বে ও ছাত্রনেতা নাদিম মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শ্যামল বর্মন, রাধা রানী বর্মন, সাদ্দাম হোসেন মাসুকুর রহমান আকাশ, শহিদুল, শুভ, ওসমান গণি, মুন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এমবিএইচ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।