ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

রাজশাহীতে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, অক্টোবর ১২, ২০১৫
রাজশাহীতে শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাজশাহী: প্রতিষ্ঠার ৪৬ বছর উদযাপন উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মহানগর শ্রমিকলীগ। সোমবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুমারপাড়ায় মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রাটি বের করা হয়।



শোভাযাত্রাটি মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্ট, মনিচত্বর, সোনাদীঘি, সদর হাসপাতালের মোড়সহ বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কুমারপাড়ায় গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়।

সেখানে মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে শ্রমিকলীগ নেতারা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এ সময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আবদুল মান্নান, মহানগর শ্রমিকলীগের সভাপতি বদরুজ্জামান খায়ের, সাধারণ সম্পাদক আবদুস সোহেল ও ছাত্রলীগ এবং সেচ্ছ্বাসেবকলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা, কেক কাটা ছাড়াও সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং পরে আলোচনা সভার আয়োজন করে মহানগর শ্রমিকলীগ।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৫
এসএস/জেডএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।