ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

রাজনীতি

পীরগঞ্জে মেয়র প্রার্থী বাছাইয়ে আ.লীগের ভোট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, অক্টোবর ১০, ২০১৫
পীরগঞ্জে মেয়র প্রার্থী বাছাইয়ে আ.লীগের ভোট

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে নির্বাচন করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিকেলে বিজয়ীর নাম ঘোষণা করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক।

এতে ৩২৬ ভোট পেয়ে সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কশিরুল ইসলাম এবারো মেয়র নির্বাচনের টিকেট লাভ করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম পান ১০৪ ভোট।

দলীয় প্রার্থী বাছাই নির্বাচনে মোট ভোটার ছিলেন পৌর ও ওয়ার্ড কমিটির ৫১০ জন কাউন্সিলর।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।