ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:২৮, অক্টোবর ৯, ২০১৫
শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি

সিলেট: জাতীয় শ্রমিকলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটির সিলেট মহানগর শাখা। কর্মসূচির মধ্যে রয়েছে- র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা।



শুক্রবার (০৯ অক্টোবর) এক সভায় এসব কর্মসূচি গ্রহণ করা হয়। মহানগর শ্রমিকলীগের দফতর সম্পাদক খন্দকার ফায়েক উজ্জামান মাস্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১২ অক্টোবর (সোমবার) বেলা ১১টায় নগরীতে প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি বের করা হবে। ৠালিটি নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিলিত হবে। পরে শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হবে।

কেক কাটা শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণন সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সূচিতে সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি জাফর উদ্দিন চৌধুরী।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এএএন/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।