ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

‘যারা মানুষ পুড়িয়েছে তারাই বিদেশিদের হত্যা করছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, অক্টোবর ৯, ২০১৫
‘যারা মানুষ পুড়িয়েছে তারাই বিদেশিদের হত্যা করছে’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: যারা এক সময় মানুষ পুড়িয়ে হত্যা করেছে তারাই বতর্মানে বিদেশিদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চাইছে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

শুক্রবার (০৯ অক্টোবর) দুপুরে রাজশাহী সার্কিট হাউজে বিভাগীয় নদী রক্ষা কমিটির প্রথম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা জঙ্গিবাদ নির্মূলের কথা বলেন। আগে জামায়াতকে ত্যাগ করুন। তারপর জঙ্গিবাদ নির্মূলের কথা বলুন।

তিনি আরো বলেন, দুই শীর্ষ যুদ্ধাপরাধীর ফাঁসির দিন ঘনিয়ে আসায় একটি মহল দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে তারা শেষ পর্যন্ত সফল হতে পারবে না।

রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল ইসলাম বীর প্রতীক, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান আতাহারুল ইসলাম।



এর আগে নৌ-পরিবহন মন্ত্রী ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহীর চারঘাট উপজেলার স্লুইচগেট এলাকা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে রাজশাহী জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরীসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল হক, ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধুসহ আওয়ামী লীগ নেতাকর্মীরা ফুল দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেন।

এসময় বড়াল নদীতে অবাধ পানি প্রবাহের ব্যবস্থা এবং বিআরটিসি ডবল ডেকার বাস সার্ভিস চালুর দাবি জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসএস/জেডএফ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।