ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

‘দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৪, অক্টোবর ৯, ২০১৫
‘দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে’ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি

ঢাকা: জাতীয় ও আন্তর্জাতিকভাবে বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ  করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
 
শুক্রবার (০৯ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মুজিবসেনা ঐক্যলীগের এক অনুষ্ঠোনে তিনি এ অভিযোগ করেন।



‘পরিবেশ বিষয়ক জাতিসংঘের সর্বোচ্চ সম্মাননা চ্যাম্পিয়নস অব আর্থ পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সংক্ষিপ্ত সমাবেশ ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করে সংগঠনটি।
 
সংক্ষিপ্ত সমাবেশে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, দেশের চলমান উন্নয়নের ধারাকে বন্ধ করতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে। এর আগেও বিএনপি-জামায়াত পেট্রোল বোমার মাধ্যমে সারাদেশে জ্বালাও পোড়াও করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছিল।

শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে কমদফোয়ারা, পল্টন হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
 
মুজিবসেনা ঐক্যলীগের সভাপতি এইচ এম আসাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক রাষ্ট্রদূত মমতাজ হোসেন, কণ্ঠশিল্পী আব্দুল জব্বার, সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান কুতুবী প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৫
এসইউজে/টিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।