ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন শুক্রবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৩, অক্টোবর ৮, ২০১৫
পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী যাচ্ছেন শুক্রবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম

রাজশাহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দুই দিনের সরকারি সফরে  রাজশাহী জেলার বাঘা উপজেলায় আসছেন শুক্রবার (০৯ অক্টোবর)।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) দুপুরে রাজশাহী আঞ্চলিক তথ্য অধিদপ্তরের সহকারী তথ্য কর্মকর্তা নাফেয়ালা ইসলাম নৌ-পরিবহন মন্ত্রী এ সফর সূচির তথ্য নিশ্চিত করেছেন।



সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী শুক্রবার বাঘা যুবলীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

শনিবার( ১০ অক্টোবর) শাহরিয়ার আলম সকালে বাঘা উপজেলার কিশোরপুর, জোড়কাদিরপুর, বাগসয়েস্তাসহ বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন। পরে তিনি চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের টলটলি জাগিরপাড়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করবেন।

দুপুরে প্রতিমন্ত্রী চারঘাট উপজেলার ওমরগাড়ি দাখিল মাদরাসার নবিনির্মিত ভবন উদ্বোধন করবেন। বিকেলে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশে রাজশাহীর আড়ানী ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৫
এসএস/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।