ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

রাজনীতি

কোটালীপাড়া ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, অক্টোবর ৭, ২০১৫
কোটালীপাড়া ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫

গোপালগঞ্জ: কোটালীপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজের সংসদ নির্বাচনে প্রার্থীতা নিয়ে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১৫ ছাত্র আহত হয়েছে।

এ সময় উপজেলা ভাইস-চেয়ারম্যানের অফিসের গ্লাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে কোটালীপাড়া উপজেলা পরিষদের সামনে শামীম গ্রুপ ও বাঁধন গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আক্কাস ও কায়ুউম নামে দু’জনকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৭ অক্টোবর কোটালীপাড়া শেখ লুৎফর রহমান ডিগ্রি কলেজে সংসদ নির্বাচন। কলেজের সাবেক জিএস শামীম দাড়িয়া ও কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির ইসলাম বাঁধন দু’জনেই ছাত্রলীগ থেকে ভিপি প্রার্থী হিসেবে মনোনয়ন চায়। কিন্তু, নীতি নির্ধারকরা বাঁধনকে দলীয় মনোনয়ন দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১৫ ছাত্র আহত হয়।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।