ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

আ.লীগ নেতা মোহাম্মদ আলীর কুলখানি বুধবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, অক্টোবর ৬, ২০১৫
আ.লীগ নেতা মোহাম্মদ আলীর কুলখানি বুধবার মোহাম্মদ আলী

ফরিদপুর: ফরিদপুর শহর আওয়ামী লীগের সহ-সভাপতি, ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলীর (৬২) কুলখানি বুধবার।

কুলখানি উপলক্ষে বুধবার (৭ অক্টোবর) বাদ আসর শহরের কমলাপুরস্থ মরহুমের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।



কুলখানিতে মরহুমের আত্মীয়-স্বজন ও শুভান্যুধায়ীদের অংশ নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

গত রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দূরারোগ্য কর্কট রোগে আক্রান্ত হয়ে ফরিদপুর শহরের আরোগ্য সদন প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন মোহাম্মদ আলী। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার ছেলে রেখে গেছেন।

গত সোমবার দুপুরে কমলাপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে স্থানীয় আলীপুর গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৫
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ