ঢাকা, শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

রাজনীতি

‘খালেদাকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য অরুচিকর’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, অক্টোবর ৪, ২০১৫
‘খালেদাকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্য অরুচিকর’ ড. আসাদুজ্জামান রিপন

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে খালেদা জিয়াকে নিয়ে যে কথা বলেছেন তা খুবই ‘অরুচিকর’ বলে মন্তব্য করেছেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

রোববার (০৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।



রিপন বলেন, আমরা প্রধানমন্ত্রীর এমন ‘অরুচিকর’ মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

তিনি বলেন, সরকার প্রধান দেশের অন্যতম একটি বৃহৎ রাজনৈতিক দলেরও প্রধান শেখ হাসিনা। তার কাছ থেকে নতুন প্রজন্ম-তরুণ-যুব সম্প্রদায় থেকে শুরু করে দেশের আপামর মানুষ রুচিবোধ সম্পন্ন দায়িত্বশীল বক্তব্য প্রত্যাশা করেন।

কিন্তু তিনি যখন দেশের অপর আরেকটি বিরোধী দলের প্রধান-যিনি দেশের তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন- তার সম্পর্কে অরুচিকর মন্তব্য করেন তখন সরকার প্রধানের দৃষ্টিভঙ্গি -রুচি নিয়ে মানুষ শুধু হতাশই হননা দুঃখও পান।

তিনি বলেন, একজন শীর্ষ পর্যায়ের রাজনীতিক হিসেবে তার কাছ থেকে মানুষ অপরাপর শীর্ষ রাজনীতিকদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে লজ্জিত হন। এই অপরাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিকে সংকটের মধ্যে ফেলে দেবে।

রিপন বলেন, কাউকে অপমান করে, কারুর প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করে কেউ কখনো বড় হতে পারে বলে আমরা মনে করিনা। আমরা শাসকদলীয় প্রধানের এ ধরণের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের বিষয়ে রিপন সংশ্লিষ্ট দেশের গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে এর রহস্য খুঁজে বের করার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক আসাদুল করিম শাহীন, শামীমুর রহমান শামীম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৫
এফবি/ বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ