ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

রাজনীতিকরা বিজনেসের কাছে বন্দি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৮, সেপ্টেম্বর ১, ২০১৫
রাজনীতিকরা বিজনেসের কাছে বন্দি ড. কর্নেল অলি আহমেদ / ফাইল ফটো

ঢাকা: একটি চক্রের কাছে রাজনীতি আবদ্ধ, আর রাজনীতিকরা বিজনেসের কাছে বন্দি বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. কর্নেল অলি আহমেদ।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বেলা সোয়া ৩টার দিকে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘সংবাদপত্রের স্বাধীনতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।



আলোচনা সভাটির আয়োজন করে জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (য্যাব)।

কর্নেল অলি আহমেদ বলেন, সাংবাদিকরা যদি কথা বলতে না পারেন, তবে রাষ্ট্র পরিচালনায় যারা থকবেন, তারা কীভাবে রাষ্ট্রের সমস্যা সম্পর্কে জানবেন? যে সাংবাদিক ভুল ধরিয়ে দেন, তিনি আমাদের বন্ধু। কিন্তু বর্তমান সরকার তা মানতে না রাজ।

যুবলীগ ও ছাত্রলীগের কারণে পুরো দেশ এখন শ্বাসরুদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।

সংগঠনটির আহ্বায়ক সৈয়দ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি আমিরুল ইসলাম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আমানুল্লাহ কবীর প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৫
এফবি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।