ঢাকা, রবিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ১০ আগস্ট ২০২৫, ১৫ সফর ১৪৪৭

রাজনীতি

জাসাস’র কর্মীসভা অনুষ্ঠিত

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:০৯, আগস্ট ২৯, ২০১৫
জাসাস’র কর্মীসভা অনুষ্ঠিত

ঢাকা: জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস ঢাকা মহানগর দক্ষিণ শ্যামপুর থানার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে জাসাস কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জাহাঙ্গীর শিকদার। সভাপতিত্ব করেন জাসাস ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ হিরু।

সভায় হাসান কবিরকে সভাপতি, মো. মোশাররফ হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, নুরুল ইসলাম বাদশা ও মো. শাহ আলমকে সহ-সভাপতি, মো. জামাল মজুমদারকে সাধারণ সম্পাদক, মো. জাহাঙ্গীর শরীফকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আরিফুর রহমান নয়নকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং খোরশেদ আলমকে সাংগঠনিক সম্পাদক করে ৬৭ সদস্য বিশিষ্ট জাসাস শ্যামপুর থানা কমিটি ঘোষণা করা হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক খালেদ এনাম মুন্না, সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, ঢাকা বিশ্ববিদ্যালয় জাসাস সভাপতি সালাহউদ্দিন শাহীন, জাসাস ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সম্পাদক তারেক কবির, নাজমুল হোসেন রনি, ইমন, সহ-সাধারণ সম্পাদক মিন্টু আলম, সহ-দফতর সম্পাদক মিজানুর রহমান মিজান এবং জলবায়ু বিষয়ক সম্পাদক সজিবুর রহমান পলাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।